শতদল:-১৪৩/৫(২০)
ও পি সি:-১৪৯/৩(১৯)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল।।দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখলো ও পি সি অর্থাৎ ওল্ড প্লে সেন্টার। পরাজিত করলো শতদল সঙ্ঘকে। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ও পি সি ৭ উইকেটে পরাজিত করে শতদল সঙ্ঘকে। দুরন্ত বল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের দীপেন বিশ্বাস। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান করে শতদল সঙ্ঘ। দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর দলকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব নিজেদের কঁাধে তুলে নেন সম্রাট সিনহা এবং ধর্মেশ চান্ডেল। তৃতীয় উইকেটে দুজন ৭৪ বল খেলে ৯৫ রান যোগ করেন। ধর্মেশ ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৬ এবং সম্রাট ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে ভিকি সাহা ৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ও পি সি-র পক্ষে দীপেন বিশ্বাস (৩/১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৬ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ও পি সি। দলের পক্ষে নবারীণ চক্রবর্তী ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪৪, রাহুল চন্দ্র সাহা ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ এবং আকাশ আনন্দ ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেন।

