গুয়াহাটি, ৩ এপ্রিল (হি.স.) : আজ সোমবার থেকে নানা কাৰ্যসূচির মাধ্যমে গুয়াহাটিতে ত্রিদিবসীয় জি-২০ এনগেজমেন্ট গ্ৰুপের দ্বিতীয় দফার বৈঠক শুরু হচ্ছে। বৈঠক চলবে ৫ এপ্ৰিল পর্যন্ত।
ভারতের অধ্যক্ষতায় জি-২০-র দ্বিতীয় এনগেজমেন্ট গ্ৰুপ বা নিয়োগ গোষ্ঠীর বৈঠকে ১৯-এর বেশি জি-২০ সদস্য দেশ, সাত অতিথি দেশ এবং পাঁচটি আন্তর্জাতিক সংগঠনের ৭২ জনের বেশি প্ৰতিনিধি ইতিমধ্যে গুয়াহাটি পৌঁছে গেছেন।
উল্লেখ্য, সকলের জন্য শক্তিশালী, বহনক্ষম, ভারসাম্যযুক্ত এবং চাকরি-সমৃদ্ধ বিকাশের অগ্ৰাধিকার প্ৰদানের মাধ্যমে শ্ৰম, নিয়োগ ও সামাজিক বিষয়াবলির সঙ্গে মোকাবিলা করতে নিয়োগ গোষ্ঠীর ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে।
প্রসঙ্গত, ভারত সরকারের শ্ৰম ও নিয়োগ মন্ত্ৰালয় জি-২০-র ভারতীয় অধ্যক্ষতার সময়কালে নিয়োগ গোষ্ঠীর নডাল মন্ত্ৰালয়। এই নিয়োগ গোষ্ঠীর ২০২৩-এর জন্য তিনটি মূল অগ্ৰাধিকার ক্ষেত্ৰের ফলাফলের ওপর ঐকমত্য গড়ে তুলতে জি-২০ নিয়োগ গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক এক গুরত্বপূৰ্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
তিনটি ক্ষেত্ৰ যথাক্ৰমে বিশ্বব্যাপী দক্ষতার ব্যবধান দূর করা, গিগ ও প্ল্যাটফৰ্ম অৰ্থনীতি এবং সামাজিক সুরক্ষা ও সামাজিক সুরক্ষার বহনক্ষম অর্থ সাহায্য।
বৈঠকের আজ প্ৰথম দিন শিক্ষা নিয়োগ গোষ্ঠী, ডিজিটাল অৰ্থনীতি নিয়োগ গোষ্ঠীর, আৰ্থিক ট্ৰ্যাক, জি-২০ উদ্যোগীকরণ গবেষণা কেন্দ্ৰ, এল-২০ এবং বি-২০-র অধ্যক্ষ কর্তৃক বিভিন্ন অগ্ৰাধিকার ক্ষেত্ৰের ওপর বিশেষ গুরুত্ব প্ৰদান করে আলোকপাত করা হবে।
দ্বিতীয় নিয়োগ গোষ্ঠীর বৈঠকে ঐকমত্যে পৌঁছনোর উদ্দেশ্য সামনে রেখে বিভাগীয় মন্ত্ৰীর বিবৃতি এবং ফলাফল ভিত্তিক নথিপত্ৰের ওপর আলোচনা করা হবে। জি-২০-ভুক্ত দেশগুলিতে এর ফলপ্ৰসূ রূপায়ণের মাধ্যমে বিশ্ব অৰ্থনীতির ভবিষ্যতের দিক নিৰ্ধারণ করতে এই নথি হবে অন্যতম মূল চাবিকাঠি।
তিন দিবসীয় কাৰ্যসূচিতে অসমের সাংস্কৃতিক ঐতিহ্য সংবলিত মনোরম অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

