নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় ১৭ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে মনীশ সিসোদিয়াকে। বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় সোমবার রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয় মনীশ সিসোদিয়াকে। হাসিমুখেই আদালতে আসতে দেখা যায় মনীশকে।
এদিন সিবিআই-এর পক্ষ থেকে আদালতে মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়। সিবিআই আদালতে জানায়, তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। সিবিআই-এর সেই আবেদনে মান্যতা দিয়ে মনীশ সিসোদিয়াকে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

