বাখমুত সম্পূর্ণভাবে দখলে নেওয়ার দাবি রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

মস্কো-কিয়েভ, ৩ এপ্রিল (হি. স.) : রাশিয়ার ভাড়াটে বাহিনী হিসেবে ইউক্রেনে যুদ্ধরত ভাগনার গ্রুপ বাখমুত সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়েছে। এক ভিডিও বার্তায় এমনই দাবি করেন ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন । তবে বিষয়টি অস্বীকার করে কিয়েভ বলছে, ইউক্রেনীয় সৈন্যরা লড়াই চালিয়ে যাচ্ছে।

রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানান, তিনি ইউক্রেনের বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উত্তোলন করেছেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘আইনি অর্থে’ বাখমুত এখন রাশিয়ার। তবে তিনি স্বীকার করেন যে, ইউক্রেনের সেনাবাহিনী এখনও পশ্চিমের জেলাগুলোতে অবস্থান করছে।

যদিও ভাগনার প্রধানের ভিডিওটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি দাবি করেছে, তাদের সেনাবাহিনী এখনও বাখমুত ধরে রেখেছে। ইউক্রেনের পূর্বদিকের এই শহরটি দখলে নিতে কয়েক মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, শত্রু বাখমুতে আক্রমণ বন্ধ করেনি। ইউক্রেনীয় সেনারা সাহসের সঙ্গে শহরটি ধরে রেখেছে। তারা শত্রুর অসংখ্য আক্রমণ প্রতিহত করেছে।

এদিকে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বিশ্লেষণে বলেছে, রবিবার পর্যন্ত শহরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছিল ইউক্রেন। যদিও রাশিয়ান সৈন্যরা দক্ষিণ এবং পূর্ব দিক থেকে এটিকে আচ্ছন্ন করার চেষ্টা করছিল।

আইএসডব্লিউ-এর মতে, যে সিটি কাউন্সিল ভবনটি রাশিয়া নিজেদের দাবি করছে, সেটি পূর্ব দিকে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *