‘৬ তারিখটা মনে রাখবেন’, অশান্তির আশঙ্কায় প্রশাসনকে সতর্ক করলেন মমতা

কলকাতা, ৩ এপ্রিল (হি. স.) : ৬ মার্চ অর্থাৎ হনুমান জয়ন্তীর দিন ফের হিংসা হতে পারে, সোমবার খেজুরির জনসভা থেকে এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

গেরুয়া শিবিরের রামনবমী কর্মসূচি ঘিরে রাজ্যের কয়েকটি জায়গায় অনভিপ্রেত অশান্তি নিয়ে উত্তেজনার মধ্যেই আগামী বৃহস্পতিবারের জন্য সাবধানবাণী শুনিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বিশ্ব হিন্দু পরিষদ আগেই জানিয়েছিল , রামনবমীতে শুরু করে হনুমান জয়ন্তী পর্যন্ত চলবে টানা কর্মসূচি। এ ছাড়াও রাজ্যের অনেক জায়গায় ওই দিন বজরঙ্গবলীর পুজো এবং শোভাযাত্রা হয়। তা নিয়ে যাতে গোলমালের পরিবেশ তৈরি না হয় সে জন্য শুধু প্রশাসনকে আগাম সতর্ক করাই নয়, সর্বস্তরের মানুষকেও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি।

সভায় নাম না করে গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলে মমতা বলেন, ‘আর একটা দিন আমি প্রশাসনকে সতর্ক করব, ৬ তারিখটা মনে রাখবেন। আমাদের ছেলে মেয়েরাও। আমরা বজরংবলীকে সম্মান করি। কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনও প্ল্যান করতে না পারে। এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে ওরা এটা করছে।’

মুখ্যমন্ত্রী বলেন,’৬ তারিখটা আমি হিন্দু ভাই-বোনেদের দায়িত্ব দিয়ে রাখব। রামজান চলছে। মুসলিম ভাই-বোনেদের যাতে কোনও অসুবিধা না হয়। গ্রামে গ্রামে, জেলায় জেলায় ওদের সুরক্ষা দেবেন।’

পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সোমবার প্রশাসনিক সভায় বক্তৃতা করেন মমতা। সেখানেই তিনি প্রশ্ন তোলেন, রামনবমী মিটে গেলেও গেরুয়া শিবির কেন মিছিল করে চলেছে। প্রসঙ্গত, দলের তরফে মিছিল না হলেও অন্য সংগঠনের কর্মসূচিতে বিজেপি নেতা, কর্মীরা যোগ দেবেন বলে আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির। রবিবার তেমনই একটি মিছিলে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেই মিছিল ঘিরেও অশান্তির পরিবেশ তৈরি হয় হুগলির রিষড়ায়। তার পরের দিনই মমতা হনুমান জয়ন্তী নিয়ে আগাম সতর্কবাণী শুনিয়ে রাখেন।

প্রসঙ্গত, এর আগেও রেড রোডের ধরনা মঞ্চ থেকে রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা। মঞ্চ থেকে তিনি বলেন, রামনবমনীর দিন কেউ করতেই পারেন মিছিল করতেই পারেন। কিন্তু মুসলিম এলাকায় মিছিল নিয়ে গিয়ে অশান্তি করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার পরও হাওড়া, ডালখোলা, রিষড়া অশান্তি হয়।

মমতা এদিন সভা থেকে প্রশ্ন তোলেন, রাম নবমীর মিছিল পাঁচ দিন ধরে হবে কেন? এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’আলাদা আলাদা দিনে মিছিল করলেও ওনার প্রশাসন সামলাতে পারছে না। এক দিনে মিছিল করলে তাহলে কী হতে পারত ভেবে দেখুন।’