নয়াদিল্লি, ৩ এপ্রিল(হি.স.) : আজ সোমবার দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হবে বলে ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল বাতাস বইবে। উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ও দক্ষিণ ভারতে হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, জাতীয় রাজধানী দিল্লি এবং এনসিআর-এ বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ এবং সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার কোনও পরিবর্তন সম্ভব নয়। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

