নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী বললেন, অনগ্রসর শ্রেণীদের প্রতি অপমান ভারত এখনই বরদাস্ত করবে না। সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সেই সময় রাহুল গান্ধী ও কংগ্রেসের সমালোচনা করেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ভারত কখনই অনগ্রসর শ্রেণীর অপমান সহ্য করবে না…এর আগে পিভি নরসিমহা রাও, পি চিদম্বরম, ডি কে শিবকুমারও জেলে গিয়েছিলে, কতজন কংগ্রেসের লোক তাঁদের সঙ্গে গিয়েছিল? এরপরই অনুরাগের প্রশ্ন, দেশের চেয়ে একটা পরিবার কি বড়?

