৫ আগস্ট প্রস্তাবিত দিল্লি সমাবেশে যোগ দিতে যাচ্ছেন করিমগঞ্জের শতাধিক শ্রমিক-কৃষক

করিমগঞ্জ (অসম), ৩ এপ্রিল (হি.স.) : আগামী ৫ আগস্ট দিল্লিতে প্রস্তাবিত সংসদ অভিযান ও সমাবেশে যোগ দিতে করিমগঞ্জ জেলা থেকে যাচ্ছেন শতাধিক শ্রমিক-কৃষক।

বিজেপি সরকারের শ্রমিক-কৃষক বিরোধী নীতি, মানুষের অধিকারের উপর লাগাতার আক্রমণ, কৃষিপণ্যের সহায়ক মূল্য সহ ১৪ দফা দাবির ভিত্তিতে আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে সংসদ অভিযানে নামছেন দেশের শ্রমিক-কৃষক সহ শ্রমজীবী মানুষ। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা সহ দেশের বেশ কয়েকটি শ্রমিক, কৃষক সংগঠন যৌথভাবে এই সমাবেশের ডাক দিয়েছে। প্রস্তাবিত সংসদ অভিযানের সমর্থনে এগিয়ে এসেছে বিভিন্ন কর্মচারী সংগঠনও। সারা দেশের দশ লক্ষেরও বেশি শ্রমিক, কৃষক ওই সমাবেশে যোগ দেবেন।

অসম থেকে পাঁচ হাজার শ্রমজীবী মানুষ প্রস্তাবিত সমাবেশে যোগ দেবেন বলে জানানো হয়েছে। করিমগঞ্জ জেলা থেকে সিআইটিইউ এবং সারা ভারত কৃষক সভার শতাধিক শ্রমিক-কৃষক গত ২ এপ্রিল সমাবেশে যোগদান করতে রওয়ানা হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *