কোঝিকোড়ে, ৩ এপ্রিল (হি.স.): কেরলের কোঝিকোড়ে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ইলাথুরের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এক যাত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে চলন্ত ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টা নাগাদ আলাপ্পুঝা-কান্নুর চিফ এক্সপ্রেসের ডি ১ বগিতে। ইতিমধ্যেই গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সোমবার সকালে ঘটনাস্থলের কাছে রেললাইনের ধারে এক শিশু-সহ তিনজনের দেহ পাওয়া যায়। মৃতদের পরিচয় জানা গিয়েছে, তাঁরা হলেন-কেরলের মাত্তান্নুর-এর স্থানীয় বাসিন্দা রহমাত, তার বোনের দুই বছরের মেয়ে এবং ছেলে নওফল। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। এদিন সকালে ঘটনাস্থলে পৌঁছন ফরেনসিক বিশেষজ্ঞরাও।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ট্রেনটি এলাথুর রেলস্টেশনে ঢোকার মুখে ডি ১ কোচের মধ্যে যাত্রীদের মধ্যে ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটির সময় রাগের মাথায় সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আতঙ্কে কোচের এক যাত্রী অ্যালার্ম চেন টানার পর তিন জন যাত্রী ট্রেন থেকে লাফিয়ে পড়েন বলে যাত্রীদের দাবি। অন্য যাত্রীরা নিজেদের বিপদের হাত থেকে বাঁচাতে ট্রেনের অন্য কোচে আশ্রয় নেন। ট্রেন থামানোর সঙ্গে সঙ্গে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পলাতক। ট্রেন থামার পর সে পালিয়ে যায়। তাঁকে খুঁজে বার করতে তদন্তে নেমেছে পুলিশ।

