BRAKING NEWS

বইমেলা পরিদর্শনে জি-২০ বিজ্ঞান সম্মেলনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ জি-২০ বিজ্ঞানসম্মেলনের চেয়ারম্যান আশুতোষ শর্মা সহ জি-২০ বিজ্ঞান সম্মেলন উপলক্ষে আগত এক প্রতিনিধিদল আজ ৪১তম আগরতলা বইমেলা পরিদর্শন করেন৷ বইমেলা পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ ৪১তম আগরতলা বইমেলার আজ ছিল একাদশতম দিন৷ গতকাল দশম দিনে বইমেলায় ১৭ লক্ষ ৭১ হাজার ৮৯১ টাকার বই বিক্রি হয়েছে৷ বইমেলার নবম দিনে ১৪ লক্ষ ২ হাজার ৬৮৯ টাকার বই বিক্রি হয়েছে৷
আজ বইমেলার কবি ও কবিতা মঞ্চে ২৯ জন কবি স্বরচিত কবিতা পাঠে অংশ নেন৷ তাছাড়া এই মঞ্চে ১৪ জন বাচিক শিল্পিও অংশ নেন৷ এদিন বইমেলায় অনুষ্ঠিত হয় আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা শীর্ষক আলোচনাচক্র৷ আলোচনায় অংশ নেন শিক্ষক সুুবত চক্রবর্তী ও সমাজসেবী অজয় দাস৷ আলোচনাচক্র স’ালনা করেন অজিতা ত্রিপুরা৷ সন্ধ্যায় ত্রিপুরাসুুন্দরী মে’ সাংস্ক’তিক অনুষ্ঠানে রাজ্যের শিল্পীগণ তি নাটক, রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, সমবেত সংগীত, সমবেত নৃত্য, তবলা, গিটার, ব্যাস গিটার, কী-বোর্ড ও অক্টোপ্যাডে অংশ নেন৷ তাছাড়া বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী কাজী মাহতাব সুুমন আবৃত্তি পরিবেশন করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *