ওয়াশিংটন, ৩ এপ্রিল (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যবর্তী এলাকায় টর্নেডোর দাপটে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩২। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই টর্নেডো এখনও পর্যন্ত ভেঙেছে বহু ঘরবাড়ি, উপড়ে ফেলেছে গাছ। ওয়েন, আরাকানসাসে এখনও পর্যন্ত ৪ জন মারা গেছেন এই ঘটনায়। আরাকানসাস, ইন্ডিয়ানা, টেনেসিতে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ তে।
এছাড়াও মেমফিসে মৃত ৩। যার মধ্যে ২ জন শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। ঝড়ের গতির পরিমান ছিল প্রায় ১৭০ প্রতি ঘন্টা। গত শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রোলিং রক এলাকা। যেখানে টর্নেডোর দাপটে মৃত প্রায় ১৩ জন।

