রক্তদানের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ অরুন্ধতীনগর ৩৯ নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে আগরতলা পৌর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷  উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা৷ পাশাপাশি এদিন ৩৯ নম্বর ওয়ার্ড এর উদ্যোগে ঋষি অরবিন্দ ওপেন জিমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ একই দিনে নর্থ জোনালের উদ্যোগে শ্যামলী বাজারে মেগা  রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্তদাতাদের শুভেচ্ছা জানান৷ তিনি বলেন রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেওয়ায় মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে সারা রাজ্যে যেভাবে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংগঠন গুলি এগিয়ে এসেছে তা রাজ্যের মানুষের নৈতিক দায়িত্ববোধের পরিচয় বহন করছে৷ অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমস্ত  স্তরের জনগণকে রক্তদানে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী আহবান জানিয়েছেন৷