নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): সিবিআই-এর কাজের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন দিল্লিতে সিবিআই-এর হীরকজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বললেন, “সাধারণ মানুষকে আশা ও শক্তি জোগাচ্ছে সিবিআই। যখন সাধারণ মানুষ সিবিআই তদন্তের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তখন বোঝা যাচ্ছে ন্যায়দানের জন্য সিবিআই ঠিক কত বড় ব্র্যান্ড হয়ে উঠেছে।” পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারত কখনই সিবিআইয়ের মত পেশাদার এবং দক্ষ সংস্থাকে ছাড়া এগিয়ে যেতে পারবে না। ব্যাঙ্ক জালিয়াতি থেকে পশুপ্রাণীদের জীবন সংক্রান্ত কারচুপি, সিবিআইয়ের কাজের পরিধি অনেকটা বেড়েছে। সিবিআইয়ের আসল দায়িত্ব হল দেশকে দুর্নীতি মুক্ত রাখা।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “সিবিআই নিজস্ব কাজ ও দক্ষতার মাধ্যমে সাধারণ মানুষের মনে আস্থা জুগিয়েছে। কোটি কোটি ভারতীয় আগামী ২৫ বছরে ভারতকে উন্নত করার প্রতিশ্রুতি নিয়েছেন, পেশাদার এবং দক্ষ প্রতিষ্ঠান ছাড়া উন্নত ভারত গড়ে তোলা সম্ভব নয়। এক্ষেত্রে সিবিআই-এর একটা বড় দায়িত্ব রয়েছে।” মোদীর কথায়, “সিবিএআই-এর দায়িত্ব দেশকে দুর্নীতিমুক্ত করা। দুর্নীতি সাধারণ অপরাধ নয়। দুর্নীতি দরিদ্র মানুষের অধিকার হরণ করে, অনেক অপরাধের জন্ম দেয়। গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি।”
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “যেখানে দুর্নীতি রয়েছে, সেখানে তরুণ প্রজন্ম যোগ্য সুযোগ পায় না। শুধুমাত্র একটি বিশেষ বাস্তুতন্ত্র সেখানে বিকাশ লাভ করে। দুর্নীতি মেধার সবচেয়ে বড় শত্রু এবং এখান থেকেই স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্র জোরদার হয়।…গত ছয় দশকে, সিবিআই একটি ‘মাল্টি-ডাইমেনশনাল’ এবং ‘মাল্টি-ডিসিপ্লিনারি’ তদন্ত সংস্থা হিসাবে স্বীকৃতি অর্জন করেছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, ২০১৪ সালের পর, আমাদের প্রথম দায়িত্ব ছিল সিস্টেমের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা। সেই কারণেই আমরা কালো টাকা, বেনামি সম্পত্তির বিরুদ্ধে মিশন মোডে অ্যাকশন শুরু করেছি।

