নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): কিছুদিন আগেই ডোকালাম নিয়ে ভুটানের উপর চিন চাপ সৃষ্টি করছে বলে শোনা যাচ্ছিল। এর মাঝে সোমবার তিনদিনের সরকারি সফরে ভারতে এসেছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক। এদিন ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ৩ থেকে ৫ এপ্রিল সরকারি সফরে ভারতে থাকবেন ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুক।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন সরকারি অধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভুটানের রাজার সঙ্গে এই সফরে এসেছেন সেই দেশের পররাষ্ট্র বিষয়ক ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী এবং রয়্যাল গর্ভনমেন্ট অফ ভুটানের বিভিন্ন সিনিয়র আধিকারিকরা।

