ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।রাজ্যে ফিরেই উষ্ণ সংবর্ধনা পেলো হ্যান্ডবল খেলোয়াড়রা। শনিবার রাতে ট্রেণে রাজ্যে ফিরে ত্রিপুরার হ্যান্ডবল খেলোযাড়রা গুয়াহাটি থেকে। ওই রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো জাতীয় সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা। তাতে গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থাকার পর কোয়ার্টার ফাইনালে দিল্লির কাছে লড়াই করে হেরে গিয়েছিলো ত্রিপুরা। শেষ পর্যন্ত ষষ্ঠ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হলো। শনিবার রাতে আগরতলা রেল স্টেশনে পৌঁছতেই রাজ্য দলের খেলোয়াড়দের উষ্ণ সংবর্ধনা জানানরাজ্য ভলিবল সংস্থার সভাপতি ড: সূর্য কান্ত পাল, সহসভাপতি জবা পাল এবং মধু গোপাল বিশ্ভাস। খেলোয়াড়দের ফুলের মালা পড়ানোর পাশাপাশি মিস্টিমুখ করানো হয়। পরে রাজ্য সংস্থার সভাপতি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন,”তোমাদের সাফল্যে আমরা গর্বিত। তবে এখানেই থেমে থাকলে চলবে না। আরও ভালো খেলতে হবে তোমাদের। এর জন্য সময় নষ্ট না করে অনুশীলনে আবার মন দিতে হবে”।
2023-04-02

