নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : ফের দেশে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। শনিবারের তুলনায় রবিবার ২৭ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। আজ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৩,৮২৩ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। সুস্থ হয়েছেন ১,৭৮৪ জন। করোনা অ্যাকটিভ কেস ২,০৩৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৭,২২,৬০৫। মৃত্যু হয়েছে ৫,৩০,৮৮১ জনের। সুস্থ হয়েছেন ৪,৪১,৭৩,৩৩৫ জন। করোনা অ্যাকটিভ কেস ১৮,৩৮৯।