কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রধানমন্ত্রী মোদী ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন, ডিমা হাসাওয়ে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ফাগুন সিং

হাফলং (অসম), ২ এপ্রিল (হি.স.) : দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ফাগুন সিং কোলাস্তে। আজ রবিবার ডিমা হাসাও জেলার মিয়াংক্রোতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় স্টিল ও গ্রমোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ফাগুন সিং কোলাস্তে বলেন, অসমের দুর্গম এই পাহাড়ি এলাকায় কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন হওয়ায় জেলার কৃষকরা অনেক উপকৃত হবেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাষ্ট্রীয় কার্যনির্বাহী সদস্য বি ভাগাইয়া, সংঘের অসম ক্ষেত্র প্রচারক উলহাস কুলকর্নি, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, যোরহাট কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চন্দন ডেকা, মণিপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অনুপম মিশ্র, গুয়াহাটি আইসিআর ও এটিএআরআই-এর অধিকর্তা কাদিরভাল গোবিন্দ স্বামী প্রমুখকে সঙ্গে নিয়ে আজ রবিবার ফিতা কেটে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্টিল ও গ্রমোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী ফাগুন সিং কোলাস্তে।

কোলাস্তে বলেন, অসমের এই পাহাড়ি জেলায় বহু কৃষিভূমি রয়েছে। এখানে ৯০ শতাংশ মানুষ ক্ষেতকৃষির উপর নির্ভরশীল। তাই এই প্রতিষ্ঠানে কৃষকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। আর প্রতিষ্ঠানে কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ নিয়ে কৃষকরা নিজেদের আয় দ্বিগুণ করতে সক্ষম হবেন, বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

তিনি বলেন, ভারতে কৃষকদের জন্য বহু কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি অনুসন্ধান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে কৃষকরা সরাসরি যুক্ত হতে সক্ষম হবে বলে মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী ফাগুন সিং কোলাস্তে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য কিষাণ সম্মাননিধি প্রকল্প চালু করার পাশাপাশি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। যাতে কৃষকদের আয় দ্বিগুণ হয়। তিনি বলেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে কৃষকদের যত সম্পর্ক স্থাপন হবে ততই কৃষকরা কেন্দ্রের সঙ্গে জুড়তে সক্ষম হবেন।

তাছাড়া কৃষকদের আর্থিক দিক দিয়ে কীভাবে মজবুত করা যায় এ লক্ষ্যে সরকার কাজ করে চলছে বলে মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ২ কোটি ৩৪ লক্ষ স্বেচ্ছাসেবী সংস্থা যুক্ত হয়েছিল। বর্তমানে প্রায় ৯ কোটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংস্থার সঙ্গে যুক্ত। তিনি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রালয় (ডোনার) খুলেছিলেন। কেন্দ্রীয় স্টিল ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ফাগুন সিং কোলাস্তে বলেন, হস্তশিল্প থেকে স্থানীয়ভাবে উৎপাদিত সামগ্রী ও হাতে তৈরি সামগ্রীর ক্ষেত্রে অধিক গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার বেলা ১১টা নাগাদ গুয়াহাটি থেকে হেলিকাপ্টার যোগে হাফলং এসে মন্ত্রী ফাগুন সিং কোলাস্তে সড়কপথে মিয়াংক্রো আসেন। সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রশাসনিক ভবনের উদ্বোধন করে এক সভায় অংশ নেন। তার পর সেখান থেকে হাফলং ফিরে কেন্দ্রীয় মন্ত্রী পুনরায় গুয়াহাটির উদ্দেশ্যে ফিরে যান।