নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : প্রবীণ প্রাক্তন ক্রিকেটার সেলিম দুররানির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী রবিবার এক টুইট বার্তায় লিখেছেন, “সেলিম দুররানি জি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন, নিজের মধ্যে একটি প্রতিষ্ঠান। ক্রিকেট বিশ্বে ভারতের উত্থানে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। মাঠে এবং বাইরে তাঁর স্টাইলের জন্য তিনি পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”
তিনি বলেন, গুজরাটের সঙ্গে সেলিম দুররানি জির অনেক পুরনো এবং গভীর সম্পর্ক রয়েছে। তিনি কয়েক বছর সৌরাষ্ট্র ও গুজরাটের হয়ে খেলেছেন। গুজরাটকেও নিজের বাড়ি বানিয়েছিলেন। আমি তাঁর সঙ্গে আলাপচারিতা করার সুযোগ পেয়েছি এবং তাঁর বহুমুখী ব্যক্তিত্বে গভীরভাবে মুগ্ধ হয়েছি।
প্রসঙ্গত, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুররানি বার্ধক্যজনিত অসুস্থতায় রবিবার তার জামনগরের বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর। দুররানি ভারতের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন এবং বোলিং পরিসংখ্যানে ৭৫ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে, তিনি ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৪ রানের সর্বোচ্চ স্কোর সহ মোট ১২০২ রান করেন।