রিষড়া, ২ এপ্রিল(হি.স.) : শনিবার ভর সন্ধ্যায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝার। এই ঘটনায় মুখ খুলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেন, ‘মুখ বন্ধ করতেই কয়লা ব্যবসায়ীকে খুন করা হয়েছে।’
রবিবার হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি দাবি করেন, “রাজু ঝা গতকাল খুন হয়েছেন। তাঁকে সিবিআই ডেকেছিল। নিশ্চয়ই বড় বড় লোকেদের নাম বলে এসেছিলেন। ফের হয়তো ডেকেছিল। তিনি ফের বড় মাথাদের নাম বলে দিতে পারেন, তাই মুখ বন্ধ করা হয়েছে।”
এদিন তিনি এও বলেন, “রাজু ঝা নির্বাচনের আগে আমাদের পার্টিতে যোগদান করেছিল। এখন তো গোটা পশ্চিমবঙ্গজুড়ে বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। কারও জীবনে কোনও সুরক্ষা নেই। একজন বড় ব্যবসায়ীকে যেভাবে হাইওয়ের উপরে খুন করা হয়েছে তাতে পশ্চিমবাংলার আইন-শৃঙ্খলা নিয়ে চিন্তা বাড়ছে। আশা করছি ঘটনার তদন্ত ঠিকঠাক হবে।”
এদিকে, রাজুর মৃত্যুতে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তবে, সুকান্ত মজুমদার রাজুর রাজনৈতিক পরিচয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ভোটের সময় এমন অনেকেই জয়েন করেছে দলে। লোকটি আগে তৃণমূল করত। তার আগে বাম করত।