বাপ্পার দুরন্ত ব্যাটিংয়ে জয়ী ব্লাডমাউথ টি টোয়েন্টি শুরুতেই হার চলমানের

ব্লাড মাউথ-‌২০১/‌৩

চলমান সঙ্ঘ-‌১১৯/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।‘‌বুড়ো ঘোড়ার’ ব্যাটিং দাপট। ‌‘‌বুড়ো’-‌ ওই আখ্যা দিয়েই ত্রিপুরা সিনির দলে এখন আর জায়গা পাননা একসময়ের তারকা অলরাউন্ডার উদয়পুরের বাপ্পা দাস। ডান হাতি ওই ব্যাটসম্যানটি যে এখনও ফুরিয়ে যাননি এর ঝলক রবিবার  দেখলেন নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমির ক্রিকেট প্রেমীরা। মূলত বাপ্পার ব্যাটিং দাপটের কাছেই হারলো চলমান সঙ্ঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। এদিন দুপুরে টসে জয়লাভ করে ‌প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ ক্লাব ৩ উইকেট হারিয়ে ২০১ রান করে। দলের পক্ষে ওপেনার বাপ্পা দাস ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১, প্রশান্ত ভান্ডারি ২৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ (‌অপ:‌),অরভিন্দ ভর্মা ২০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩২, রাহুল হুসেন ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং কৌশল আচার্য ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। চলমান সঙ্ঘের পক্ষে জয়দেব দেব (‌২/‌৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় চলমান সঙ্ঘ। এবং ১১৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তন্ময় ঘোষ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৩৮, তন্ময় দাস ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩১, নবজ্যোতি দেবনাথ ১২ বল খেলে ২ বাউন্ডারির সাহায্যে ১৫ এবং আর্মান হুসেন ১৮ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ব্লাডমাউথের পক্ষে তু্ষার  সাহা (‌২/‌২১) এবং মণীর হুসেন (‌২/‌৩৫) সফল বোলার।‌‌