কালিয়াগঞ্জ, ২ এপ্রিল(হি.স.) : চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে ধৃত এক ব্যক্তি। শনিবার রাতে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টা ওই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় হেমতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম শিবনাথ ঠাকুর। শিবনাথ বাবুর স্ত্রী রীতা ঠাকুরের বক্তব্য, ‘কয়েকজন পুলিশ এসে আমার স্বামীকে তুলে নিয়ে গেল। বললো, কথা আছে। আমার স্বামী প্রাক্তন বিএসএনএল কর্মী।’ শিবনাথের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে রীতা ঠাকুর বিষয়টি এড়িয়ে যান। এদিকে ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার অমিত সাহা বলেন, কে বা কারা শিবনাথ ঠাকুরকে তুলে নিয়ে গিয়েছে জানিনা। শিবনাথের পরিবার ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বললে বিষয়টি পরিষ্কার হবে। হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত এবিষয়ে কোনও মন্তব্য করেন নি।
2023-04-02