গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে দিল্লিতে তাঁর বাসভবনে চা ও প্রাতঃরাশের আমন্ত্রণ জানিয়েছেন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হিমন্তবিশ্বকে তাঁর গাড়িতে চড়িয়ে দিল্লির অগ্রগতি দেখাবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ রবিবার আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজাতে গুয়াহাটি এসেছিলেন। কেজরিওয়াল তাঁর ভাষণ শুরু করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ওপর হামলা করে। দৃপ্ত বক্তৃতায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসমের মুখ্যমন্ত্রী নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ তুলে বলেন, গুয়াহাটি আসার আগে নাকি ‘হিমন্তবাবু তাঁকে হুমকি দিয়েছেন। বলেছেন, গুয়াহাটি আসলে আমাকে গ্রেফতার করা হবে।’ কেজরিওয়ালের জিজ্ঞাসা, ‘কেন হিমন্তবিশ্ব শর্মা আমাকে হুমকি দিচ্ছেন, আমি যদি অসমে আসি, তা-হলে আমাকে কারাগারে পাঠানো হবে?’
তিনি বলেন, অসমের মানুষ আতিথেয়তার জন্য শ্ৰেষ্ঠত্বের অবদান রাখেন। এই হুমকিকে ভ্ৰূক্ষেপ করেন না, অসমের সংস্কৃতি শিখতেও হিমন্তবিশ্ব শর্মাকে পরামর্শ দিয়েছেন কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ‘অসমের সংস্কৃতির পরিপন্থী কাজ করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবাবু।’
অসমের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করতে রাজ্য সরকারের ব্যর্থতার প্রসঙ্গও ভাষণে টেনে এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের কেউ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস করছে। কেজরিওয়াল বলেন, ‘তিনি (হিমন্তবিশ্ব শর্মা) মাধ্যমিক পরীক্ষাও সুচারুরূপে পরিচালিত করতে পারেন না, কীভাবে তিনি সরকার চালাবেন? পঞ্জাব এবং দিল্লিতে একটি সৎ সরকার রয়েছে। এজন্যই প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা সেখানে ঘটে না।’
অসমের মুখ্যমন্ত্রী যুবকদের চাকরি দিতে ব্যর্থ বলেও অভিযোগ তুলেছেন। বলেন, ‘অসমে কোনও চাকরি নেই। যুবকরা চাকরির জন্য চিৎকার করছে। অথচ অসমের মুখ্যমন্ত্রী এই সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়েছেন। যদি রাজ্যে আপ ক্ষমতায় আসে, তা-হলে প্রত্যেক বেকারকে চাকরি দেবে সরকার।’ জোরের সঙ্গে দাবি করেছেন কেজরিওয়াল।
তিনি অসমের বিভিন্ন রাজনৈতিক দলকে ভোটারদের সঙ্গে প্রতারণা করার জন্য অভিযুক্ত করেছেন। তাঁর দাবি, তাঁরা রাজ্যের প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছেন। অসমের মানুষ পানীয় জলের অভাবে ভুগছেন। তাঁর সরকার ক্ষমতায় আসলে রাজ্যের শেষ পরিবার পর্যন্ত পানীয়জল পৌঁছানো হবে।
২০১৬ সালে হিমন্তবিশ্ব শৰ্মার সরকার অসমে গঠিত হয়েছিল। এর এক বছর আগে ২০১৫ সালে দিল্লিতে তাঁর সরকার গঠন হয়েছে। কিন্তু আজ দিল্লি সম্পূর্ণ বদলে গেছে। অন্যদিকে, শর্মা উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র নোংরা রাজনীতি করছেন, বলেন কেজরিওয়াল।