ফাটাপুকুর, ২ এপ্রিল (হি.স.): শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশিতে উদ্ধার হল প্রচুর পরিমানে গাঁজা। রবিবার সন্ধ্যায় নাকা চলাকালীন একটি ছোট চার চাকা গাড়ি আটকে তল্লাশি চালায় রাজগঞ্জ থানার পুলিশ। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ১৮টি গাঁজার প্যাকেট। গাঁজা পাচারকারী সন্দেহে পুলিশ কোচবিহারের এক যুবককে গ্রেফতার করেছে।
রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল। সেই মতো ফাটাপুকুর সারদামণি হাই স্কুলের সামনে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি করা হচ্ছিল। সন্ধ্যায় একটি ছোট চারচাকা গাড়ি থেকে মোট ৫৬ কেজি গাঁজা মিলেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। ধৃতের নাম জয়ন্ত দাস। কোচবিহারের বাসিন্দা। কোচবিহার থেকে গাঁজা এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা ছিল। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।