ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, প্রথম সেমিফাইনালে সদর-এ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। সদর-এ দল যেমন গ্রুপ-এ থেকে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তেমনি ধর্মনগর মহকুমা দল সেমিফাইনালে এসেছে গ্রুপ-ডি থেকে শীর্ষস্থান পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে সদর-এ বনাম খোয়াইয়ের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। উল্লেখ্য, গ্রুপ এ-র অপর খেলা তেলিয়ামুড়া বনাম মোহনপুরের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ম্যাচটি ছিল নীপকো মাঠে। গ্রুপ-এ থেকে সদর-এ চার ম্যাচের তিনটিতে জয় এবং একটিতে নো-রেজাল্টের দৌলতে মোট ১৪ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষের স্বীকৃতি নিয়ে সেমিফাইনালে খেলবে।
2023-04-01