নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব বলেছেন, বাঘ সংরক্ষণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার সম্ভাবনা রয়েছে। মন্ত্ৰী যাদব বলেন, বাঘ সংরক্ষণে গড়ে বছরে ৫০ লক্ষেরও বেশি মানুষের দিনের কর্মসংস্থান হয়।
প্রসঙ্গত, দেশে বাঘ সংরক্ষণের জন্য সরকার ১৯৭৩ সালের ১ এপ্রিল প্রকল্প বাঘ চালু করেছিল। ভারতে মোট ৫৩টি বাঘ সংরক্ষণাগার রয়েছে, যা বিশ্বব্যাপী বন্য বাঘের জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশি। ২০১৮ সালের বাঘ শুমারি অনুসারে, ভারতে মোট বাঘের জনসংখ্যা ২,৯৬৭ অনুমান করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, সরকার সমস্ত সম্ভাব্য বাঘের আবাসস্থলকে বাঘ সংরক্ষণ হিসাবে ঘোষণা করে প্রকল্প টাইগারের আওতায় আনার চেষ্টা করছে। তিনি আরও জানান, শিগগিরই আরও কয়েকটি বাঘ সংরক্ষণের ঘোষণা করা হবে।

