জামশেদপুর, ১ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জামশেদপুরের হলদিপোখর-সহ অন্যত্র পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তাই ১৪৪ ধারা জারির এখনই কোনও প্রয়োজন নেই বলেই জানাল পুলিশ। যদিও, এলাকায় এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রামনবমী বিসর্জন শোভাযাত্রার সময় শুক্রবার অশান্ত হয়ে ওঠে জামশেদপুরের হলদিপোখর এলাকা। পাথর ছোড়া হয়, তাতে ৫ জন আহত হন।
পরিস্থিতি যাতে নতুন করে হাতের বাইরে না চলে যায়, তাই সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। শনিবার সকালে পূর্ব সিংভূম জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, হলদিপোখর এবং জেলার অন্যান্য অংশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ১৪৪ ধারা জারি করার দরকার নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।