নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ জি-২০ বিজ্ঞান সামিট আগরতলায় হবে ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল৷ এতে যোগ দিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ২ এপ্রিল থেকে রাজ্যে আসতে শুরু করবেন৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প- বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা৷ সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন তথ্য- সংসৃকতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, সচিব অভিষেক সিং৷ প্রতিনিধিরা রাজ্যে এসে পরিদর্শনে যাবেন কুমারীটিলা, ঊজ্জয়ন্ত প্যালেস, নীরমহল সহ বিভিন্ন স্থান৷ ২ এপ্রিলই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হাপানিয়ায় উদ্বধ্ন করবেন একটি প্রদর্শনীর৷ অভিষেক চন্দ্রা আরও জানান, রাজ্য অতিথি শালায় প্রতিনিধিদের স্নগে মিলিত হবেন মুখ্যমন্ত্রী৷ এদিন এছাড়াও বিভিন্ন বিষয় বিস্তারিত জানান শিল্প বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব৷
2023-04-01