ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।।জয় দিয়ে শুরু করলো ইউনাটেড ফ্রেন্ডস। ৮ উইকেটে পরাজিত করলো পোলস্টারকে। উদীয়ান বসু-র ঝড়ো অর্ধশতরানে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শনিবার দুপুরে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে পোলস্টার ক্লাব১২২ রান করে। দলের পক্ষে অমরেশ দাস ৩৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, মনন দত্ত ১৪ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং নীহাল চন্দ্র শ্রীবাস্তব ২০ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে পারভেজ সুলতান (২/১৭), ঋত্বিক শ্রীবাস্তব (২/১৮), দীপক ক্ষত্রী (২/২২) এবং অর্জুন দেবনাথ (২/৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ১০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের হযে গোড়াপত্তন করতে নেমেই ঝড় তুলেন উদীয়ান। মাত্র ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন। এছাড়া দলের পক্ষে দীপক ক্ষত্রী ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ (অপ:), বিশাল ঘোষ ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায।এ ২৬ এবং সেন্টু সরকার ৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন।
2023-04-01