শান্তিরবাজার, ১ এপ্রিল (হি. স.) : ঔষুধের দোকানে নেশা সামগ্রী বিক্রির অপরাধে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোকানের মালিক বর্তমানে পলাতক। তবে, তাঁকে শীঘ্রই জালে তোলা সম্ভব হবে বলে দাবি পুলিশের। সাব্রুম থানার পুলিশ ওই ঘটনায় এনডিপিএস আইনের ২১ সি/২৫/২৯ ধারায় মামলা রুজু করেছে।
সাব্রুম থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক পৌনে এগারটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিবেকানন্দ মেডিকেল হল-এ অভিযান চালানো হয়েছিল। ওই দোকানে নেশা সামগ্রী বিক্রির খবর মিলেছিল। ওই অভিযানে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে। পুলিশের ঔষুধের দোকানের কর্মচারী রাজেশ দাসকে গ্রেফতার করেছে। তবে, দোকানের মালিক পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চলছে।
জয়ন্ত বাবুর দাবি, নেশা সামগ্রী বিক্রির সাথে দোকানের মালিক ও কর্মচারী যুক্ত রয়েছেন। পুলিশ ধৃত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে।
2023-04-01