BRAKING NEWS

সোমবার হাইলাকান্দির মিজোরাম সীমান্তের তিনটি পঞ্চায়েতে অর্থনৈতিক সবলীকরণ শিবির

হাইলাকান্দি (অসম), ১ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার ধলাই-মলাই গ্রাম পঞ্চায়েত (জিপি) কার্যালয়, সাহাবাদ জিপি কার্যালয় এবং রাঙ্গাবাক জিপি কার্যালয়ে আগামী ৩ এপ্রিল সোমবার তিনটি অর্থনৈতিক সবলীকরণ শিবির অনুষ্ঠিত হবে।

ওই শিবিরে জনসাধারণকে বিভিন্ন বিভাগীয় সরকারি প্রকল্পগুলির আওতায় আনতে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিসেস-এর উদ্যোগে যে অর্থনৈতিক সবলীকরণ শিবির আয়োজন চলছে তার অঙ্গ হিসেবে সোমবারের এই তিনটি শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই শিবিরে জনসাধারণকে বিভিন্ন অর্থনৈতিক সবলীকরণ যোজনার আওতায় আনার প্রচেষ্টা চালানো হবে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় এ ধরনের অর্থনৈতিক সবলীকরণ যোজনা কার্যকর করা হচ্ছে। এতে বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা যেমন জন ধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা, অটল পেনশন যোজনা, স্বনিধি ঋণ, সেলফ হেল্প গ্রুপগুলির ঋণ, আধার কার্ড সংযুক্তিকরণ এবং মুদ্রা যোজনার মতো কর্মসূচির আওতায় জনসাধারণকে নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে ২০২০ সালে ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিসেস-এর উদ্যোগে দেশের ৪০টি জেলায় এ ধরনের কর্মসূচি চলছে। ২০২১ সালে ১১২টি জেলায় এ ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়। ২০২৩ সালে হাইলাকান্দিতে অনুরূপ অর্থনৈতিক সবলীকরণ যোজনা চালু করা হয়েছে। আগামী ছয় মাস জেলাজুড়ে এই কর্মসূচি চলবে। জেলা প্রশাসন থেকে সোমবারের এই তিনটি শিবিরে সংশ্লিষ্ট জিপির জনসাধারণকে সুযোগ নিতে আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *