নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে বিগত কিছু দিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই অভয় দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তিনি বলেছেন, কোভিড পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি সরকার, যে কোনও পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।
কেজরিওয়াল বলেছেন, এখনই ভয় পাওয়ার কোনও কারণ নেই। বর্তমানে এক্সবিবি ১.১৬ অন্যতম কোভিড ভেরিয়েন্ট, সমস্ত পজিটিভ সংক্রমণের ৪৮ শতাংশের ক্ষেত্রে দায়ী। এটি দ্রুত ছড়িয়ে পড়ে, তবে গুরুতর নয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, গত ৪-৫ দিনে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে, সম্ভবত কো-মোর্বিডিটি কারণে, কোভিড আনুষঙ্গিক। দিল্লির সমস্ত প্রাপ্তবয়স্করা কোভিডের টিকা নিয়েছেন। ১৮ বছরের কম বয়সী প্রায় প্রত্যেককে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, পর্যাপ্ত বেড, অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত অক্সিজেন উপলব্ধ রয়েছে। দিল্লির সমস্ত সরকারি হাসপাতালগুলিকে কোভিড রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

