সিলিন্ডার ফেটে বুলন্দশহরে বাড়িতে বিস্ফোরণ, প্রাণ হারালেন ৪ জন

বুলন্দশহর, ৩১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহরে ফাঁকা জমির মাঝে অবস্থিত একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন। শুক্রবার বুলন্দশহরের দেবীপুর এলাকায়। জেলাশাসক চন্দ্র প্রকাশ সিং বলেছেন, আমরা মাঠের মাঝখানে একটি বাড়িতে একটি বিস্ফোরণের খবর পেয়েছি। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করি। বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে বেশ কয়েকটি সিলিন্ডার পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই ৪ জনের মৃত্যু হয়েছে। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ৪ জনের মৃত্যু হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে স্থানীয় মানুষজনের জন্য কথা বলছে পুলিশ।