৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা, ব্যবসায়ীদের মধ্যে ভিটি বন্টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা৷ আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় এবার মেলার আয়োজন করা হবে৷ এজন্য প্রস্তুতির কাজ শুরু হয়েছে৷ আগামী ৪ ই এপ্রিল থেকে শুরু হবে আগরতলা চৈত্র মেলা৷ দুটি জায়গায় অনুষ্ঠিত হবে এই মেলা৷ শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায়৷ এই চৈত্র মেলাকে সামনে রেখে ভিটের জায়গা বন্টন করা হচ্ছে আগরতলা পৌর নিগমের তরফ থেকে৷ নিগমের তরফে প্রশাসনের এক প্রতিনিধি দল শুক্রবার শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় ভিটি বিতরণের লক্ষ্যে জায়গার পরিমান নির্ধারণ করে দেন৷ দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন আগামী ৪ এপ্রিল থেকে পুরো দমে চৈত্র মেলা শুরু হবে৷ মেলায় দোকান নিয়ে বসতে আগ্রহীদের কাছ থেকে ইতিমধ্যেই আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে৷ সেই আবেদনের ভিত্তিতেই ভিটি বন্টন করা হবে৷ অন্যান্য বছরের মত এবছরও যাতে চৈত্র মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য আগরতলা পুরো নিগমের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷