আসানসোল, ৩১ মার্চ (হি.স.) : দিল্লি আদালতে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি পিছিয়ে গিয়েছে চার মাস। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতির মামলার শুনানি ছিল। তবে এদিন আদালতে উপস্থিত ছিলেন না তাঁর আইনজীবী। তার ফলে অনুব্রতকে বিচারক আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
এদিকে, অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও আসানসোল বিশেষ সিবিআই আদালতে ভারচুয়ালি পেশ করার কথা ছিল। কারণ, বর্তমানে দিল্লির তিহাড় জেলে রয়েছে সে। তবে তিহাড়ে নেটওয়ার্কের সমস্যা থাকায় সায়গলকে ভারচুয়ালি পেশ করা সম্ভব হয়নি। এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান আইনজীবীরা।
বিচারক জানান, “তদন্ত চলছে। পুরো তালিকা আসেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সোনা ফেরত হবে না।” শুক্রবার সায়গল হোসেনের একাধিক ভুয়ো সংস্থার সিজার লিস্ট জমা করে সিবিআই। এই সিজার লিস্ট থেকে সায়গল ও এনামুলের যোগসাজশ পাওয়া গিয়েছে।