মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা গিরিশ বাপটের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বলেন, রাজনীতি একজন সর্বজনীন এবং বড় মনের নেতাকে হারিয়েছে। শোকবার্তায় তিনি বলেন, এমন একজন বন্ধুত্বপূর্ণ ও সহৃদয় নেতার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।
শিন্দে বলেন, গিরিশ বাপট একটি দুরারোগ্য রোগের সাথে লড়াই করার পরেও দলের হয়ে কাজ করেছেন। আমি যখন তার সাথে দেখা করতাম, শুধু রাজনীতি নয়, অনেক বিষয়ে তার জ্ঞান দেখে বিস্মিত হতাম। সম্প্রতি পুনেতে তাঁর সঙ্গে দেখা হয়। পৌর সেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজ্য মন্ত্রিসভায় বিধায়ক, সাংসদ ও মন্ত্রী হিসেবে তিনি সর্বদাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন।