ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাব আয়োজিত গেমস এন্ড স্পোর্টস ফেস্ট -‘২৩ চলছে। অন্যান্য বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাবের সদস্য-সদস্যাদের মধ্যে ইনডোর-আউটডোর গেমস-এর পাশাপাশি নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। গেমস এন্ড স্পোর্টসের পঞ্চম পর্যায়ে বুধবার ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মার্চ থেকে লুডো, চাইনিজ চেকার্স, দাবা, ক্রিকেট ও ক্যারামের পর ক্রমান্বয়ে টেবিল টেনিস, ব্যাডমিন্টন এবং নতুন সংযোজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত ক্যারাম প্রতিযোগিতায় সিঙ্গল-এ বিকাশ ধানুকা চ্যাম্পিয়ন এবং সুমন ঘোষ রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন ভাস্কর দাস। ডাবলস-এ অভিজিৎ মজুমদার ও সুমন ঘোষ জুটি চ্যাম্পিয়ন এবং সুমিত সিংহ ও বাপন দাস জুটি রানার্স হয়েছেন। তৃতীয় স্থান পেয়েছেন বিকাশ ধানুকা ও ভাস্কর দাস জুটি। প্রতিযোগিতায় মোট ৩২ জন সাংবাদিক খেলোয়াড় অংশ নিয়েছিলেন খেলা শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব-কমিটির কনভেনের অভিষেক দে। প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যও উনার সংক্ষিপ্ত ভাষণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন। অনুষ্ঠান পরিচালনায় এবং টুর্নামেন্টে আম্পায়ারের ভূমিকায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ। উল্লেখ্য, আগামীকাল প্রেস লাভের কনফারেন্স হলে সাংবাদিকদের মধ্যে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটার মধ্যে অংশগ্রহণকারী খেলোয়ারদের প্রতিযোগিতার স্থলে রিপোর্ট করতে বলা হচ্ছে।
2023-03-29