তৃণমূল সরকারের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সোমবার বিজেপির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করছেন বলে অভিযোগ তাঁদের।

এদিন শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সংকীর্ণ রাজনীতির উদাহরণ হিসেবে ৩০ মার্চ রামনবমীতে বাংলায় ছুটি দেওয়া হয় না। অথচ ওই দিনই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, বিচারব্যবস্থা, সিবিআই, ইডির উপর চাপ তৈরি করতে ধর্নায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল আমলে বাংলার ঋণ, বেকারত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিজেপির।
সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “৩০ মার্চ দেশজুড়ে রামনবমী পালিত হয়। এটা সনাতন ধর্মের রীতি। ওই দিন বাংলায় সরকারি ছুটি দেওয়া হয় না।” এরপরই তাঁর খোঁচা, “২৯ মার্চ দেশজুড়ে উৎসবের আমেজ। ওইদিনই ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী। বিচারব্যবস্থা, ইডি, সিবিআইয়ের উপর চাপ তৈরি করতেই এই ধরনা।”

বিজেপির আরও দাবি, বাম আমলের তুলনায় তৃণমূল জমানায় রাজ্যে শিক্ষিক বেকারের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ঋণের পরিমাণ কয়েকগুণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বাংলার শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বঙ্গ বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *