ছোটদের রাজ্য ক্রিকেটে সদর-এ ও বিশালগড়ের জয়ের ধারা অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।। সদর-এ এবং বিশালগড়ের জয়ের ধারা অব্যাহত। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের দ্বিতীয় দিনে সদর-এ দল সাত উইকেট এর ব্যবধানে তেলিয়ামুড়া মহকুমা দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তেলিয়ামুড়া ২৬.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-এ ২১.১ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে অর্পণ ভট্টাচার্য প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। শনিবারে প্রথম ম্যাচে সদর-এ ৫ উইকেটের ব্যবধানে মোহনপুর মহকুমা দলকে পরাজিত করেছে। এ-গ্রুপের অপর খেলায় বিশালগড় মহকুমা দল ৬৩ রানের ব্যবধানে মোহনপুরকে পরাজিত করেছে। ‌টসে জিতে বিশালগড় প্রথমে ব্যাটিংএর সুবিধা পেয়ে ৩৯.৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে মোহনপুরের ইনিংস গুটিয়ে যায় ৯৫ রানে। বিজয়ী দলের অনিকেত লস্কর পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। শনিবারের খেলায় বিশালগড় পুরো দশ উইকেটে খোয়াইকে পরাজিত করেছিল।