নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ আর্য ভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করল কর্তৃপক্ষ৷ ধর্মনগর থানাধীন পশ্চিম তিলথৈই পালগায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করে তারা৷ সহসাই শুরু হবে নির্মাণ কাজ৷ শনিবার ধর্মনগর থানাধীন পশ্চিম তিলথৈই পালগায়ে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পরিদর্শন করল কর্তৃপক্ষ৷ উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডঃ গুঞ্জন বানসাল, সেক্রেটারি রমণ কুমার এবং প্রাক্তন বিধায়িকা মদিনা দেবনাথ৷ সেক্রেটারি রমণ কুমার জানান নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার প্রথম বৈঠকে এই বিশ্ববিদ্যালয়ের বিল পাস হয়েছে৷ তার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি৷ অতিসত্বর নির্মাণ এর কাজ শুরু হবে বলে তিনি জানান৷ জনপ্রতিনিধি মলিনা দেবনাথ জানান তিনি উপনির্বাচনে জয়ী হয়ে ৬ মাস বিধায়ক হিসেবে ছিলেন৷ সেই সময় যুবরাজ নগরেরবাসীর জন্য তিনি একটি বিশ্ব বিদ্যালয়ের আবেদন জানিয়েছিলেন৷ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই দাবি মেনে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করার অনুমোদন দিয়েছেন৷ নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার প্রথম অধিবেশনে বিলটি পাস হয়ে যাওয়ায় তিনি যুবরাজনগর বাসির পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানান৷ তিনি আরো বলেন যুবরাজনগর এতদিন ব্রাত্য ছিল৷ এখন যুবরাজনগর রাজ্য তথা দেশবাসীর কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে৷
2023-03-25

