নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন উদ্যোগে হয় শিবির৷ শনিবার খোয়াই স্বাস্থ্য আধিকারিক এর সহায়তায় ফুড সেফটি সার্টিফিকেট প্রসঙ্গ নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়৷ তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার খোয়াই স্বাস্থ্য আধিকারিক এর সহায়তায় ফুড সেফটি সার্টিফিকেট প্রসঙ্গ নিয়ে এক শিবির অনুষ্ঠিত হয়৷ এই শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি সহ খোয়াই জেলা স্বাস্থ্য এবং খাদ্য আধিকারিকের এক প্রতিনিধি দল৷ এদিন তেলিয়ামুড়া শহরের হোটেল, রেস্তোরা, মিষ্টির দোকান, ফাস্টফুড ব্যবসায়ীরা এই শিবিরে অংশ নেন৷ প্রতিনিধি দলটি ফুড সেফটি বিষয় নিয়ে ছোট পরিসরে একটি ট্রেনিংও করায়৷ এদিকে ফুড সেফটি সার্টিফিকেট সংগ্রহ করতে হয় খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয় থেকে৷ সেই অফিসটি খোয়াই ধলাবিল এলাকায় হওয়াতে তেলিয়ামুড়া একাংশ ব্যবসায়ীরা ফুড সেফটি সার্টিফিকেটটি সংগ্রহ করতে অসুবিধার সম্মুখীন হন৷ তেলিয়ামুড়ার ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়াতে খোয়াইয়ের ধলাবিল এলাকায় জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে যাওয়াটা এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়৷ তাই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন উদ্যোগী হয়ে এই শিবিরটি করা হয়৷
2023-03-25