নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রামঠাকুর পাঠশালা গার্লস সুকলের এন এস এস ইউনিটের উদ্যোগে সাত দিন ব্যাপী বিশেষ ক্যাম্পের সূচনা হয় শনিবার৷ এই শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ সাত দিন ব্যাপী বিশেষ ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ষ্টেট এন এস এস অফিসার ডাঃ চিরঞ্জিত ভৌমিক, কপর্োরেটার অঞ্জনা দাস, এস এম সি কমিটির সম্পাদক স্বপন দাস সহ অন্যান্যরা৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প৷ আগামী প্রজন্ম যারা রাষ্ট্র গঠন করবে এবং নিজের পরিবারকে রক্ষা করবে তাদেরকে কিছু কিছু বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ এতে তারা সমৃদ্ধ হবেন৷ পড়াশুনার বাইরে গিয়ে তাদের সমাজ জীবনের ক্ষেত্রে তা ভূমিকা নেবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷
2023-03-25

