গুয়াহাটি, ২৫ মার্চ (হি.স.) : ভারতে নিয়োজিত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওংকে সঙ্গে নিয়ে গুয়াহাটিতে সিঙ্গাপুর সরকারের মালিকানাধীন পরিকাঠামো পরামর্শক সংস্থা ‘সুরবানা জুরং’-এর প্রথম দফতরের উদ্বোধন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ শনিবার গুয়াহাটির দিশপুরে অবস্থিত মনাল টাওয়ারে ‘সুরবানা জুরং’-এর দফতরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, সুরবানা জুরং-এর মতো একটি বিশ্বব্যাপী সংস্থার কর্পোরেট অফিস স্থাপন গুরুত্বপূর্ণ ঘটনা। পরিকাঠামো পরামর্শক সংস্থার এই দফতর ভারতের অ্যাক্ট-ইস্ট নীতির অন্যতম উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রস্তাবিত অ্যাক্ট-ইস্ট নীতির একটি শাখা এবং ব্যবসা-বাণিজ্যের একটি স্নায়ু কেন্দ্রে পরিণত হয়েছে গুয়াহাটি।
গুয়াহাটিতে সুরবানা জুরং-এর কর্পোরেট অফিস স্থাপন উত্তর-পূর্বাঞ্চল এবং অন্যান্য আসিয়ান দেশগুলির মধ্যে বাণিজ্য সম্পর্ক বিনিময়ের জন্য শুভ সূচনা করবে৷ ভারত এবং সিঙ্গাপুর, দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও গভীর করবে ‘সুরবানা জুরং’, বলেন, হিমন্তবিশ্ব শর্মা।
ড. শর্মা আরও বলেন, এই অফিসে অসমের বেশ কয়েকজন যুবককে চাকরির সুযোগ দিয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরগুলিতে অন্যান্য বহুজাতিক সংস্থাও রাজ্যে তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে আসবে।
উল্লেখ্য, বহুজাতিক নির্মাণ সংস্থা সুরবানা জুরং ব্রহ্মপুত্রের উপর গুয়াহাটি-উত্তর গুয়াহাটি সংযোগী সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের সাথে যুক্ত।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভারতে নিয়োজিত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওং বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত এজন্য যে, আমাদের প্রথম এমএনসি অসমে পা রাখছে। একে উত্তর-পূর্বাঞ্চলে সিঙ্গাপুরের ম্যাজিক কাজ করার জন্য কর্পোরেট অফিস হিসাবে ব্যবহার করবে৷ আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট-ইস্ট পলিসিকে বিশ্বাস করি। তাঁর প্রচেষ্টা এবং উত্তরপূর্বের দৃষ্টিভঙ্গি সমর্থন করি।’
তিনি বলেন, ‘সুরবানা জুরং’ গ্রুপ হলো একটি বিশ্বব্যাপী শহুরে, পরিকাঠামো এবং পরিচালিত পরিষেবা পরামর্শক সংস্থা। যার সফল প্রকল্প বিতরণে ৭০ বছরেরও বেশি ট্র্যাক রেকর্ড রয়েছে। হাইকমিশনার সাইমন বলেন, আমাদের প্রযুক্তিগত বিশেষজ্ঞরা টেকসই সমাধান করেন যা পরিকল্পনা, ডিজাইন থেকে শুরু করে ডেলিভারি এবং ম্যানেজমেন্ট, সেই সঙ্গে ডিকমিশন এবং ক্লোজার পর্যন্ত গোটা প্রকল্পের জীবনচক্রকে কভার করে। ‘সুরবানা জুরং’ সিঙ্গাপুরে এক মিলিয়নের বেশি বাড়ি তৈরি করেছে, ৬০টির বেশি দেশে মাস্টার প্ল্যান তৈরি করেছে এবং বিশ্বব্যাপী ১০০টিরও বেশি শিল্প পার্ক তৈরি করেছে, বলেন হাইকমিশনার সাইমন ওং।
সুরবানা জুরং-এর কর্পোরেট অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের সঙ্গে ছিলেন সংস্থার চিফ অপারেশন অফিসার ড. উমা মহেশ্বরন, সুরবানা জুরং-এর কার্যনির্বাহী পরিচালক (ভারত) অ্যান্ড্রু ম্যাককুনে, মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব সমীরকুমার সিনহা, শিল্প ও বাণিজ্য সচিব ড. লক্ষ্মণন এস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।