আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভা মহিলা সশক্তিকরণে নতুন দিশা দেখাবে। কারণ, ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় ৮ জন মহিলা সদস্য রয়েছেন। প্রথা মেনে আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য ভাষণে একথা বলে সন্তোষ প্রকাশ করেছেন।
তাঁর কথায়, আমাদের দেশে যে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রয়েছে তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে ত্রিপুরা রাজ্য। ২০২৩ ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচনে পুরুষ ভোটারদের তুলনায় ৩ শতাংশ বেশি মহিলা ভোটার ভোটদান করেছেন। তাছাড়া আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মহতী সভায় আট জন মহিলা সদস্যা রয়েছেন যা মহিলা স্বশক্তিকরণে নতুন দিশা দেখাবে।
এদিন তিনি বলেন, ‘লক্ষ্য-২০৪৭’-এর রূপরেখা অনুসারে সরকার ত্রিপুরাকে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায়’ রূপান্তরিত করতে অবিরাম কাজ করে চলেছে। ত্রিপুরা সরকার কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্র, উদ্যোগ, আইন-শৃঙ্খলা এবং প্রশাসনের অন্যান্য মুখ্য ক্ষেত্রগুলিতে ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।
ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে বিধানসভার সম্মানিত সদস্য ও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরার মানুষদের অগাধ বিশ্বাস রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার মৌলিক নীতি, সাম্য, সততা ও দেশের প্রতি দায়বদ্ধতার উপর। রাজ্যবাসী নির্বাচন প্রক্রিয়ায় যেভাবে আন্তরিকতা ও উদ্যমের সাথে অংশগ্রহণ করেছেন আমি তার প্রশংসা করছি।
তাঁর কথায়, ২০১৮ সালে দ্বাদশ বিধানসভায় জনগণের ঐতিহাসিক রায়ের পর ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছিল অগ্রগতির পথে এক নতুন অভিযাত্রা। রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার ত্রিপুরাকে উন্নতির পথে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকারের সুদৃঢ় নেতৃত্বে স্বচ্ছ ও প্রগতিশীল সিদ্ধান্তে শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, সামাজিক আর্থিক ক্ষেত্রে দ্রুত উন্নতি হচ্ছে।
2023-03-24

