নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : বিহার রাজ্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শুক্রবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন সম্রাট চৌধুরী। তিনি ফুলের তোড়া দিয়ে নড্ডাকে ধন্যবাদ জানান।
বৈঠকের পরে সম্রাট চৌধুরী বলেন, তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সাথে দেখা করেছেন এবং তাকে বিহার বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নেন। রাজ্য সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজনাথ। এঁরা ছাড়াও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রবিশঙ্কর প্রসাদ, গোপালজি, জনার্দন সিং সিগ্রিওয়াল প্রমুখের সঙ্গে দেখা করেন। রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতারা।