প্রদীপ সরকারের মৃত্যুতে বাকরুদ্ধ রানি মুখোপাধ্যায়

মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : : শুক্রবার ভোররাত ৩টের সময় প্রয়াত হয়েছেন পরিচালক প্রদীপ সরকার। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে বলিউডে।পরিচালকের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে রানি।

পরিচালক প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ ও ‘মরদানি’ ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্য়ায়। দুটি ছবিতেই প্রশংসিত হন রানি। এমনকী, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবি দেখে রানিকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছিলেন প্রদীপ সরকার। রানি মুখোপাধ্যায় জানিয়েছেন, ”কিছুদিন আগেই তো কথা হল দাদার (প্রদীপ সরকার) সঙ্গে। আমি তখন অমৃতসরে ছিলাম। স্বর্ণমন্দির দর্শন করতে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে দাদার কথা হয়। নেটওয়ার্ক খারাপ থাকায় ফেস টাইমে ভিডিও কল করা সম্ভব হয়নি। তারপরই আজ সকালে বউদির ফোন পেলাম, দাদা নেই। যাঁরা প্রদীপদার কাছের মানুষ ছিলেন, তাঁরা জানেন কী হারালাম। প্রদীপদার পরিবারের সঙ্গে দারুণভাবে যুক্ত আমি। বউদিকে কী বলে সান্ত্বনা দেব আমি জানি না। ভাবলে অবাক লাগছে, আমার সঙ্গে এই সপ্তাহেই দেখা হওয়ার কথা ছিল। সত্যি মানুষের জীবন বড়ই অপ্রত্য়াশিত!”

বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কিডনির সমস্যার জন্য তাঁর ডায়ালিসিস চলছিল। সম্প্রতি তাঁর শরীরে পটাসিয়ামের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। শেষে শুক্রবার ভোররাত ৩টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্য়ু হয়। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটের সময় মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে তাঁকে দাহ করা হবে।