কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : রমজানের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
শুক্রবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে আমি সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের আমার সকল ভাই ও বোনদেরকে আমার শুভেচ্ছা জানাই। আমরা যেন মানুষের সেবা করে যেতে পারি এবং এমন একটি সমাজের জন্য কাজ করতে পারি যেটি দারিদ্র্য এবং সমস্ত সামাজিক বিশৃঙ্খলা থেকে মুক্ত।” অন্যদিকে শুভেন্দুবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাকে যুক্ত করে টুইটারে লেখেন, “পবিত্র রমজান মাসের শুরুতে শুভেচ্ছা জানাই।“