ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। বিকেল ৩ টায় প্রথম ম্যাচে এ ডি নগর স্কুল খেলবে মনফোর্ট ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে এবং বিকেল ৪ টায় দ্বিতীয় ম্যাচে খেলবে কামলঘাট স্কুল এবং বি ভি ভবন। আন্ত: স্কুল অনূর্ধ্ব-১৯ ভলিবল প্রতিযোগিতায়। আজ থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামের ভলিবল কোটে শুরু হবে দুদিন ব্যাপী আসর। রাজ্য ভলিবল সংস্থার উদ্যোগে। এবছর আসরে অংশ নিয়েছে ৮ দল। ২৬ মার্চ সকালেই দুটি কোয়ার্টার ফাইনাল এবং দুটি সেমিফাইনাল ম্যাচ হবে। ফাইনাল হবে বিকেল ৩ টায়। প্রতিটি ম্যাচ ৩ সেটের হলেও ফাইনাল ম্যাচ হবে ৫ সেটের। মূলত স্কুল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার লক্ষ্যেই রাজ্য সংস্থার ওই উদ্যোগ বলে জানালেন কার্যকরি সচিব চন্দন সেন।
2023-03-24

