জগদলপুর/রায়পুর, ২৪ মার্চ (হি.স.) : বস্তারে দুদিনের সফরে শুক্রবার সন্ধ্যায় জগদলপুরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জগদলপুরের মা দন্তেশ্বরী বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানানো হয়েছে। বিজেপির কার্যকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুল দিয়ে স্বাগত জানান।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিআরপিএফ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিএসএফ বিমানে জগদলপুর বিমানবন্দরে পৌঁছেছেন।
সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে করণপুরের কোবরা ব্যাটালিয়ন ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার রাতে তিনি এই ক্যাম্পে থাকবেন। তিনি ২৫ মার্চ সকাল ৮ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত সিআরপিএফ-র ৮৪ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বিশেষ বিমানে বিমানবন্দরে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে স্বাগত জানান প্রাক্তন মন্ত্রী কেদার কাশ্যপ, মহেশ গাগদা, প্রাক্তন সাংসদ দীনেশ কাশ্যপ, প্রাক্তন বিধায়ক সন্তোষ বাফনা, বৈদুরাম কাশ্যপ, লছুরাম কাশ্যপ, ডাঃ সুভাউ কাশ্যপ, বিজেপির জেলা সভাপতি রূপ সিং মান্ডভি প্রমুখ।
স্বরাষ্ট্র দফতরের মুখ্য সচিব মনোজ পিংগুয়া, পুলিশের মহাপরিচালক অশোক জুনেজা, অতিরিক্ত মহাপরিচালক বিবেকানন্দ সিনহা, কমিশনার শ্যাম ধাভদে, পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি, কালেক্টর চন্দন কুমার, সিনিয়র পুলিশ সুপার জিতেন্দ্র মীনা সহ অনেক সিনিয়র অফিসার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।