ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।।
আমবাসা মহকুমা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবে দীপক দেব। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। সোনামুড়া এবং বিশালগড় মহকুমায় হবে এবছর আমবাসা মহকুমার খেলা। ২৫ মার্চ উদ্বোধনী দিনে আমবাসার প্রতিপক্ষ জিরানীয়া মহকুমা।এর পর ২৬ মার্চ কৈলাসহর, ২৮ মার্চ অমরপুর এবং ২৯ মার্চ গ্রুপে নিজেদের শেষ প্রতিপক্ষ সদর ‘বি’। আসরে ভালো ফলাফল করতে মহকুমার দশমীঘাট মাঠে চলছে দলের অনুশীলন। কোচ পল্লব দেবরায়ও আসরে সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী। ঘোষিত মহকুমার দল: দীপক দেব (অধিনায়ক), শুভ দাস, অভিষেক দাস, রাজবীর শিং, সুহেলজিৎ চৌধুরী, অর্পণ বণিক, সমর রুদ্র পাল, ধ্রুব জীত দেবনাথ, রোহন পাল, দেবাঅংশু দেব, কৌশিক বণিক, দীপায়ন দাস, ঋতেন্দ্র পাল, অভিজিৎ মোদক এবং সৈকত গৌর। কোচ:পল্লব দেবরায় , ম্যানেজার: কৃপেশ চক্রবর্তী।