এপ্রিল সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটের ক্রীড়া সূচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।উদ্বোধনী দিনে হবে ৪ টি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে সকাল ৯ টায় স্ফুলিঙ্গ খেলবে মৌচাক ক্লাবের বিরুদ্ধে, দুপুর সোয়া ১ টায় জে সি সি খেলবে হার্ভের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে সকাল ৯ টায় সংহতি খেলবে চলমান সঙ্ঘের বিরুদ্ধে এবং দুপুর সোয়া ১ টায় ইউনাটেড ফ্রেন্ডস খেলবে পোলস্টারের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেট। ১ এপ্রিল থেকে শুরু হবে আসর। এবছর আসরে অংশ নিয়েছে ১৪ টি দল। তাদের ২ গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ ‘‌এ’-‌ স্ফুলিঙ্গ, সংহতি,কসমোপলিটন,ব্লাডমাউথ, ইউ বি এস টি,মৌচাক, চলমান সঙ্ঘ। গ্রুপ ‘‌বি’-‌‌ জে সি সি, শতদল সঙ্ঘ,ইউনাটেড ফ্রেন্ডস,ও পি সি, বি সি সি এবং হার্ভে।‌ প্রতি গ্রুপ থেকে ৪ টি করে দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ২১ এপ্রিল। ফাইনাল ২৩ এপ্রিল। রাজ্য ক্রিকেট সংস্থার অ্যাডভাইজারি কমিটির সচিব জয়ন্ত দে ক্রীড়াসূচী ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *